আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচসা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনিরুল ইসলাম সহ অনেকে। আলোচসা সভা শেষে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বাছাইকৃত বিভিন্ন গ্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতার হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিবৃন্দ।এর আগে একই স্থানে জেলা প্রশাসক, দুদক ও সনাকের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক বিভিন্ন আলোচনা করেন অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও এর প্রতিনিধিবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।