সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা পেলেন ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সভানেত্রী নাজনীন হোসাইন পাখি।শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সবংর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম তার হাতে এ সম্মাননা স্বারক তুলে দেন।নাজনীন হোসাইন পাখি দীর্ঘদিন রাজনীতির পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ড করে যাচ্ছেন।এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। নাজনীন হোসাইন পাখি তার এ সাফল্যের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।