মুন্সীগঞ্জ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে শ্রীনগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ ডিসেম্দুবর) দুপুরে শ্রীনগর ডাকবাংলোর সামনে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান মামুন এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো: মহিউদ্দিন আহমেদ,মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম চৌধুর,শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম আহমেদ ভূঁইয়া,আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মো: আজিজুল ইসলাম,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান চপল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুবুল্লাহ কিসমত,উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন,সাধারণ সম্পাদক হাজী নেছারুল্লাহ সুজন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান প্রমুখ।এ সময় বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদ ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।