মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে উপজেলার বিভিন্ন পেঁয়াজের বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।রবিবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সিরাজদিখান বাজারের পেঁয়াজের দোকান গুলোতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)উম্মে হাবিবা ফারজানা মনিটরিং করেন।জানা যায়,ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম।এক রাতের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ ২২০-২৩০ টাকায় বিক্রি হচ্ছে।আর ভারতীয় পেঁয়াজের দামও ২০০ টাকা ছুঁয়েছে। পেঁয়াজের বাজারের এমন অস্থিতিশীলতায় দিশাহারা অবস্থা ক্রেতাদের।এর ফলে উপজেলা প্রশাসন পেঁয়াজ বাজার মনিটরিং করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন,ভারত থেকে পেঁয়াজ না আসার অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ালে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।