কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র কম্বল ছিন্নমূল,দুস্থ, অসহায় মানুষের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বিতরণ করেন।সোমবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার দক্ষিণ প্রান্তের ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের ফলইবুনিয়া, শাপলেজা এলাকার জেলে, ছিন্নমূল, দুস্থ, অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা রাতের আঁধারে এসকল এলাকা ঘুরেঘুরে ৫০ জন নারী-পুরুষ সহ বৃদ্ধ ও প্রতিবন্ধী অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।এসময় অন্যান্যদের মধ্যে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী কৃষিবিদ চাঁদ সুলতানা জুঁই,শিয়ালকাঠির ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য রুবেল সিকদার প্রমুখ।