পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আযম (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……রাজিউন)। তিনি গত রবিবার (১০ ডিসেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণ ও কিডনী রোগের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।প্রায় তিন সপ্তাহ আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুম সৈয়দ আলী আযম মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।সোমবার (১১ ডিসেম্বর) যোহর নামাজের পর তাঁর কর্মস্থল সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে জানাজা নামাজের পর পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।জানাজায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সহ জেলা শহরের সরকারি কর্মকর্তা, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন কলেজের সহকর্মী বৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহরের বিভিন্নস্তরের মানুষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।মরহুম আলী আযম শহরের খ্যাতনামা হোমিও চিকিৎসক মরহুম সৈয়দ আমজাদ হোসেনের ছেলে।