মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :
মুন্সীগঞ্জ আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ- ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেছেন জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।এ সময় আইনজীবীরা স্বতন্ত্র প্রার্থীর কাঁচি প্রতীকের দোয়া ও ভোট প্রার্থনা করেন।মঙ্গলবার(২৬ ডিসেম্বর)দুপর সাড়ে ১২ দিকে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে কাঁচি প্রতীকে ভোট প্রার্থনায় বের হন।পরে তারা শহরের গুরুত্বপূর্ণ এলাকা পুরাতন কাচারি,শহর বাজার রোড, থানা এলাকা ভোট প্রার্থনা করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পথসভা করেন।পথসভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো:আমান উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট নাছিমা আক্তার, অ্যাডভোকেট সামছুন্নাহার শিল্পী, অ্যাডভোকেট এস.আর রহমান মিলন,অ্যাডভোকেট কাজী মোজাম্মেল হোসেন রোমেল।এ সময়ে উপস্থিত ছিলেন-জিপি অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম লিটন,অ্যাডভোকেট জানে আলম পিন্স, অ্যাডভোকেট ফয়সাল, অ্যাডভোকেট ফরাজি শামসুজ্জামান মানিক,অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকোট আমান উল্লাহ্ রিপন,অ্যাডভোকেট আবু হানিফ হিরু,অ্যাডভোকেট নয়ন মিয়া প্রমুখ।