কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন, এই স্লোগানকে সামনে রেখে বছরের প্রথম দিনে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।সোমবার (১ জানুয়ারী) সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই উৎসব অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেন। এসময় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার কে এম জামান, মনিরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।প্রধান অতিথি স্বজল মোল্লা বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন বই পেয়ে বেশি বেশি পড়াশোনা করতে হবে।এবং মোবাইলে গেইম না খেলে মাঠে গিয়ে খেলাধুলা করার জন্য অনুরোধ জানিয়েছেন।উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধীক শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরণ করা হয়। এর আগে উপজেলার ৩১ টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।