ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তানিসা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ থানা পুলিশ উদ্ধার করেছে।সে ধাওয়া গ্রামের ওয়ার্কসপ শ্রমিক রাজীব হাওলাদার এর স্ত্রী এবং কাঠালিয়া উপজেলার কৈখালী বাজার এলাকার মো. ঘালিম হাওলাদার এর মেয়ে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ তানিসা পারিবারিক কলোহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে সোমবার (৮ জানুয়ারী) দুপুরে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।ভাণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহম্মদ হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।