মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :
মুন্সীগঞ্জে সিরাজদিখানে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে গত ৭ জানুয়ারী নব নির্বাচিত দ্বাদশ জাতীয় সংসদের মুন্সীগঞ্জ- ১ আসনের এমপি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ কে সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার ৮ জানুয়ারী বিকাল ৪ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের বাসস্ট্যান্ড মোড়ে দেলোয়ার সুপার মার্কেট উপজেলা আওয়ামী লীগ কার্য়ালয়ে উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এ সংবর্ধনা দেওয়া হয়।এ-সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মহসিন ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তিক বিষয় সম্পাদক মোহাম্মদ আলী, লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক,রশুনিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, মুন্সীগঞ্জ জেলায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।