কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে আলাদা আলাদা বিভাগে তালিকা ভুক্ত হয়েছেন পিরোজপুরের কাউখালী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় ও তারই স্বরবিতান সংগীত একাডেমী।তিনি বাংলাদেশ টেলিভিশনে রবীন্দ্র সংগীত ও পল্লীগীতিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয়েছেন।এছাড়াও তারই পরিচালিত স্বরবিতান সংগীত একাডেমী দলীয় সংগীতে বিটিভিতে তালিকা ভুক্ত হয়েছে।সুব্রত রায় ইতোমধ্যে বাংলাদেশ বেতার বরিশালের নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে গান পরিবেশন করে আসছেন এই প্রতিভাবান শিল্পী।