নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল ২ আসনের সাংসদ রাশেদ খান মেনন আজ এক শোক বার্তায় বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আাওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা চির কুমার, গৌরাঙ্গ লাল কর্মকার (৮৩) বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারী শুক্রবার রাত তিনটায় মৃত্যুবরন করেছন৷তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।বরিশাল ২ আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টি সভাপতি, ১৪ দলের শীর্ষ নেতা রাশেদ খান মেনন। জনাব মেনন গৌরাঙ্গ লাল কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলে তিনি একজন ভালো মানুষ হিসেবে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে গেছেন।আর এক শোক বার্তায় শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, সাধারণ সম্পাদক সীমা রানী শীল, ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল, এইচ এম হারুন।