কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে দুইদিন ব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৪ জানুয়ারী) উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুইদিন ব্যাপী মেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাইদ মিঞা।এসময় ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান তালুকদার মিন্টু, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হকসহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে অতিথিরা মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।মেলায় উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের শিক্ষার্থীদের আবিষ্কৃত প্রযুুক্তি প্রদর্শিত হচ্ছে।মেলায় প্রত্যন্ত গ্রামকে প্রযুক্তির আওতায় এনে স্মার্ট হোম, গ্যাস লিকেজ এলাম, সিকুরিটি এলাম, ফায়ার এলাম, সেন্সরের মাধ্যমে কম জনবলে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ প্রযুক্তি ও রোবট কারসহ বিজ্ঞান শিক্ষার্থীদের নানা আবিষ্কার স্টলগুলোতে স্থান পায়।মেলায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও থাকছে।