মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়ক হিসেবে খ্যাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ঢাকামুখী ট্রাকটি নষ্ট হয়ে থেমে থাকা আরেকটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।ভোর ৬টার সময় শ্রীনগর উমপাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের মাওয়ামুখী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা মেট্রো-ট ১৬-০৮৪৭ নষ্ট হলে মেরামতকালীন সময়ে কুয়াশার দরুন দেখতে না পেরে চিংড়ি বোঝাই অপর আরেকটি ট্রাক খুলনা মেট্রো-ড ১১-০৪৫৭ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চিংড়ি বোঝাই ট্রাকটির সাথে ধাক্কা লাগে।এতে পিছন থেকে আশা ট্রাকের সামনের একটি অংশ দুমড়ে-মুচড়ে যায়।এ সময় ট্রাকের সাথে থাকা ড্রাইভার রাকিব(২৫)ও হেলপার মোরসালিন (২৫)দুজনেই গুরুতর আহত হয়।শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ওয়ার হাউজ ইনচার্জ মাহফুজ রিভেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।সেখানের কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।