1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় সাংবাদিক কন্যা ঊর্মিকে ধর্ষণ শেষে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় বাবা ও ছেলে গ্রেপ্তার  মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড মুন্সীগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সনাকের মানববন্ধন কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত গজারিয়া তেতৈতলা জামালদী সংযোগ সড়ক পরিদর্শন নির্বাহী প্রকৌশলী গজারিয়া নিখোঁজের দুই দিন পর নৌযান শ্রমিকের লাশ উদ্ধার ভেড়ামারায় সিআরবি উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কাউখালীতে ভ্যান চালককে খুন করে ভ্যান চুরির মামলায় একজনের ফাঁসি তিনজনের যাবজ্জীবন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে ভ্যান চালককে হত্যা করে ভ্যান চুরির ঘটনায় ছাইদুল ইসলাম মোল্লা ওরফে সাইফুল (২৬) নামে এক জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।এ ঘটনায় সঞ্জয় চন্দ্র দেবনাথ (৪৯), শেখ মাইনুল হাসান জামাল (২৭), পল্টু কুমার দাস পল্টন (২৮) নামে আরও তিনজনকে যাবজ্জীবন কারাদÐাদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম তিন জন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দন্ডপ্রাপ্ত ছাইদুল ইসলাম মোল্লা পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুইচাকাঠি গ্রামের আকরাম মোল্লার ছেলে, সঞ্জয় চন্দ্র দেবনাথ কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের মনরঞ্জন দেবনাথের ছেলে, পল্টু কুমার দাস পল্টন একই গ্রামের সুনীলচন্দ্র দাসের ছেলে ও শেখ মাইনুল হাসান জামাল কাউখালী উপজেলার ডুমজুরি গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৬ জুলাই কাউখালি উপজেলার চিরাপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আঃ ছালেক সরদার এর বাড়ীর পিছনে একই গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের পানের বরজের পশ্চিম পাশের বেড়ের (নালা) পানিতে একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুরতহালে পুলিশ ধারণা করে কেউ পরিকল্পিতভাবে খুন করে আলামত গোপন করার জন্য উক্ত স্থানে লাশ লুকাইয়া রাখে।এ ঘটনায় ওই দিনই কাউখালি থানার উপ পরিদর্শক (এসআই) দীপক কুমার বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।এ ঘটনায় ২০১৮ সালের ২৫ জানুয়ারি কাউখালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. জলিল আহম্মেদ চার জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।তদন্ত প্রতিবেদনে এসআই মো. জলিল আহম্মেদ অজ্ঞাত ওই লাশের পরিচয় ও হত্যার মুল কারন উল্লেখ করেন।তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, অজ্ঞাত ওই লাশ মিজান শেখ মানিক নামে এক ব্যক্তির তিনি পেশায় একজন ব্যাটারি চালিত ভ্যানের চালক ছিলেন।ঘটনার দুইদিন আগে ২০১৭ সালের ১৪ জুলাই সন্ধা সাড়ে ৭ টার দিকে আসামিরা মিজান শেখ মানিককে কৌশলে ঘটনাস্থলে নিয়ে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ বেড়ের পানিতে ফেলে দেয় এবং মিজান শেখ মানিকের ব্যাটারি চালিত ভ্যান গাড়িটি আত্মসাৎ করে।মামলার দীর্ঘ শুনানি শেষে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম রায় ঘোষণা করেন।আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার আসামি ছাইদুল ইসলাম মোল্লা ওরফে সাইফুলকে মৃত্যুদন্ড ও সঞ্জয় চন্দ্র দেবনাথ, শেখ মাইনুল হাসান জামাল ও পল্টু কুমার দাস পল্টনকে যাবজ্জীবন কারাদÐাদেশ দিয়েছেন।আসামী পল্টু কুমার দাস পল্টন পলাতক আছেন।বাকিদের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓