1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে মদ, গাজা, ইয়াবাসহ গ্রেফতার -০৬

  • প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

মো কামরুল ইসলাম খান ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এর পৃথক তিনটি অভিযানে ০১ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ বোতল বিদেশী মদসহ ৬ জেনকে গ্রেফতার করেছে।জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এর অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ময়মনসিংহ নগরী থেকে মাদকমুক্ত ও অপরাধ নির্মূল করতে প্রতিদিন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।এরই ধারাবাহিকতায় আজ ডিবি পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন আউলিয়ারচালা মহুরীর মোড় সাকিনস্থ জনৈক ফরহাদ আলী এর মনোহারী দোকানের সামনে ফাঁকা উপর হইতে ০১ ফেব্রুয়ারি ২০২৪ , ২১.২০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সফিপুরের মোঃ রফিকুল ইসলাম (৪৭)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।আরেক অভিযানে এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া (স্কয়ার মাষ্টারবাড়ী) সাকিনস্থ পূর্বাশা সিএনজি স্টেশনের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১.২০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শ্রীপুরের মোঃ শামীম মিয়া (২৫) ও বিশ্বম্ভরপুর এর সোহেল মিয়া (২৪)দ্বয়কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।একইদিনে অপর এক অভিযানে এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন ধোবাউড়া সাকিনস্থ সাব-রেজিস্টার অফিসের সামনে পাকা রাস্তার উপর হইতে ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩.৫৫ ঘটিকায় ০৪ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী একই উপজেলার মোঃ মাসুম বিল্লাহ (২০), মোঃ শামীম (২২) ও মোঃ মাহফুজ হাসান (২০)দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৬ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও ধোবাউড়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓