ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রাণ কেন্দ্র ভাষা সৈনিক মরহুম এম শামসুল হক চত্বরে শাড়ি বদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অটোরিকশা, ফুচকা, মুচি,ও বিভিন্ন রকমের দোকান মেইন রাস্তার বেশির ভাগ তাদের দখলে বিভিন্ন সময় দেখা যায় সাধারণ মানুষের ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের রাস্তা পারাপারে ব্যাঘাত ঘটছে এর কি কোন প্রতিকার নেই।আসলে আমার বলার কি দরকার প্রতিদিন কোথাও না কোথাও রোড এক্সিডেন্ট হচ্ছে কে শুনে কার কথা আসলেই সত্যি কথা বলার কি দরকার।এ যেন রাজা হিন রাজ্য চলছে হরদম।সাধারণ মানুষ বলে আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনাদের কি কিছু করার নেই আপনারা কি অন্ধ চোখে দেখেন না জবাব নেই আমাদের, তবে আমি বহুবার লিখেছি কোন কাজ হয়নি।রাস্তা যত বড় হয়েছে দিন দিন ততই ছোট হয়ে আসছে হরেক রকমের দোকান বসে আছে।আমার আর কিছু বলার নেই, এটা সাধারণ মানুষের কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।