কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরের আলালপুর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত ১৬ ফেব্রুয়ারি ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়।নিহতদের ৭ জনের মধ্যে ফুলপুর উপজেলার বাসিন্দা ছিল ৬ জন।ফুলপুরের নিহত ওই ৬ পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নির্দেশনায় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম আরিফুল ইসলাম নিহত পরিবারের প্রত্যেককে বিশ হাজার টাকা করে এবং আহত মেয়েটিকে পনেরো হাজার টাকা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ৮ নং ওয়াড কাউন্সিলর আব্দুল হামিদ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম আরিফুল ইসলাম বলেন আপনাদেরকে সান্ত্বনা দেয়ার ভাষা আমার নেই আমি মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া করি মহান রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন।