1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার 

ফুলপুরে এসিল্যান্ড’র প্রমোশন জনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল প্রমোশন জনিত বদলী হলেন।প্রায় ১ বছরের বেশী সময় ফুলপুর উপজেলায় কর্মরত ছিলেন।দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত জটিল সমস্যার সমাধান করার পর সাধারণ মানুষের কাছে ব্যপক প্রশংসীত হন তিনি।জানাযায়, ঢাকায় বিভাগীয় কমিশনে যোগদান করার কথা রয়েছে এ কর্মকর্তার।সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে যায়যায়দিন উপজেলা কার্যালয়ে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ফুলপুর শাখা আয়োজিত উক্ত অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী কর্মকর্তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন। এসময় অতিথিরা বিদায়ী এ কর্মকর্তার ভবিষ্যৎ সমৃদ্ধি ও পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন।ময়মনসিংহ সাংবাদিক সমিতির সদস্য ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফুলপুর শাখার উপদেষ্টা সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ইমন সরকার, কালের কন্ঠ’র সাংবাদিক মোস্তফা খান, মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাফায়েত জামিল সাজু, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও আইডিয়াল কলেজের চেয়ারম্যান নাহিদ নিগার সুলতানা, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন, সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান সুমন, থ্রি হুইলার সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান বাবু, বিশিষ্ট ঠিকাদার আকিকুল ইসলাম রাজু, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন জুয়েল, সহসভাপতি মাহমুদুল হাসান রাব্বি, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম হৃদয় প্রমুখ।বিদায়ী এসিল্যান্ড অমিত রায় বলেন, ভালো থাকুক ফুলপুর উপজেলার প্রতিটি মানুষ।আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা।উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি।কাজ করতে যেয়ে হয়তো কারো বিরাগভাজন হয়েছি।তাই নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।উল্লেখ্য অনলাইনে সহজ পদ্ধতিতে অ্যাপের মাধ্যমে ভূমি সংক্রান্ত কাজ করে সকলের কাছে সুপরিচিত রয়েছে তাঁর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓