1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র ঈশ্বরদী উপজেলা শাখার মহিলা সভানেত্রী রোকেয়া হাশেম মুন্সিগঞ্জে মুক্তারপুর সেতুর রেলিংয়ের উপর উঠে গেল কনক্রিট মিক্সার গাড়ি পিআর পদ্ধতিতে এদেশে কোন নির্বাচন হবেনা : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় মাদক সহ চার ব্যক্তি গ্রেপ্তার কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সংস্কৃতি ও ঐতিহ্য সফল গণঅভ্যুত্থানের পরেও আমরা পুরনো ব্যবস্থায় ফিরতে চাই না: নাহিদ মঠবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ভেড়ামারা উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল গজারিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে টাকা ও স্বর্ণালংকার সহ চোর চক্রের দুই সদস্য আটক

  • প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে চোর চক্রের দুই সক্রিয় সদস্য  কে আটক করা হয়েছে।বুধবার (৬ মার্চ) ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগা-নগর এলাকার আসামী মোঃ বাবুল হাওলাদার এর বোনের ভাড়াটিয়া বাসা হইতে চোর চক্রের মুল হোতা মোঃ বাবুল হাওলাদার (৩৯) কে আটক করেন পটুয়াখালী থানা পুলিশ।উল্লেখিত গত ২৮ ফেব্রুয়ারী রাতে পটুয়াখালী থানাধীন মহিলা আনসার ক্যাম্প সংলগ্ন মোঃ আব্দুর রাজ্জাক এর ৫ তলা বিশিষ্ট  বাসার ২য় তলার উত্তর পাশে উজ্জল কর্মকার এর  ভাড়া নেওয়া বাসার সামনের দরজার হেজবল ভাংগিয়া বাসার মধ্যে প্রবেশ করে স্ট্রীলের আলমারির ড্রয়ার ভেঙ্গে ১টি স্বর্নের সীতা হার, যাহার ওজন অনুমান ৩ ভরি, ১টি স্বর্নের গট হার, যাহার ওজন অনুমান ১ ভরি ৮ আনা, একজোড়া স্বর্নের হাতের চূড়ি, যাহার ওজন অনুমান ২ ভরি ৮ আনা, একজোড়া  স্বর্নের হাতের পলা, যাহার ওজন অনুমান ১ ভরি, একজোড়া কানের টানা সহ ঝাপসা, যাহার ওজন অনুমান-১ ভরি, দুই জোড়া স্বর্নের কানের দুল, যাহার ওজন অনুমান-১ ভরি ৮আনা, ৩টি স্বর্নের চেইন, যাহার ওজন অনুমান ২ ভরি ৮ আনা, ২টি স্বর্নের বেস্টলেট, যাহার ওজন অনুমান-১ ভরি ৮আনা, ২টি স্বর্নের আংটি, যাহার ওজন অনুমান ১ ভরি, নগদ আড়াই লাখ টাকা সহ মোট সতের লক্ষ পয়ত্রিশ হাজার টাকার মালামাল চুরি করিয়া নিয়া যায়।আটক বাবুল হাওলাদার কে জিজ্ঞাসাবাদ করলে  চোরাইকৃত স্বর্নালংকার তার একই এলাকার বাসিন্দা আসামী নেপাল মজুমদার (৪৮) এর নিকট বিক্রি করিয়াছে।উক্ত আসামীর তথ্য মতে অভিযানিক টিম পিরোজপুর সদর থানাধীন উদয়কাঠী এলাকা হইতে আসামী নেপাল মজুমদার (৪৮) কে স্বর্নালংকার সহ আটক করে এবং বাকী স্বর্নালংকার তার তথ্যমতে বরিশাল স্বর্ন পট্টি মোহাম্মদ স্টোর এন্ড জুয়েলারী হইতে ৫ ভরি ১০ আনা স্বর্নালংকার উদ্ধার করা হয়।আসামী মোঃ বাবুল হাওলাদার জানান,চোরাইকৃত স্বর্নালংকার বিক্রিত টাকা ও নগদ টাকা তার বিভিন্ন বিকাশ ও ব্যাংক এ্যাকাউন্টে জমা করে এবং উক্ত টাকা দিয়ে একটি এ্যাপাসি ফোর-বি মটর সাইকেল ক্রয় করে। তবে  মটর সাইকেলটিও আটক করা হয়েছে।পটুয়াখালী থানা অফিসার ইনচার্জ ওসি মো. জসিম জানান, চুরি হওয়ার ১৬ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে আন্তঃ জেলা চোর চক্রের দুই জন সক্রিয় সদস্য গ্রেফতার ও চোরাই স্বর্নালংকার সহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।চোর সদস্যদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পটুয়াখালী থানাকে চোর মুক্ত করার জন্য আমাদের এমন অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓