নাসিম উদ্দীন কুৃষ্টিয়া প্রতিনিধিঃ
আজ শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান এর বাসভবনে উপস্থিত হয়ে তার একান্ত সান্নিধ্যে কিছু সময় অতিবাহিত করেন ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।এসময় সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, ক্রীড়া ও ধর্মীয় বিষয়ক সম্পাদক রোহানুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক মোহন আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল কবির নবীন, সাংবাদিক তূর্য হোসেন ও শাকিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, হার্টে একটি রিং স্থাপনের পর তিনি বাড়িতে অবস্থান করছেন। তার শরীরের অবস্থা ক্রমশঃ উন্নতির দিকে।সভাপতি অসুস্থ হয়ে পড়লে তার রোগমুক্তির জন্য যারা দোয়া করেছেন ও খোঁজ-খবর নিয়েছেন সেইসব শুভানুধ্যায়ীরা ও সাংবাদিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।আশা প্রকাশ করা হচ্ছে, খুব শিগগিরই তিনি আমাদের মাঝে সুস্থ শরীরে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।