লকাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।২০২৩-২৪ অর্থ বছরে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট(এসএসিপি) এর আওতায় তেল জাতীয় ফসল (চিনাবাদাম) প্রদর্শনী উপলক্ষে কাউখালীর নাঙ্গুলী গ্রামে এ মাঠ দিবস ও আলোচনা সভা আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ স্বজল মোল্লার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো.নজরুল ইসলাম।বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রাণী দাস।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ. কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দএবং ১৬০জন স্হানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।