মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরে কাউখালীর শীতল পাটি শিল্পকে পুনরুজ্জীবিত করতে পাটি শিল্পের কারিগরদের প্রথমবারের মতো বাংলাদেশ রূপালী ব্যাংক কাউখালী শাখার মাধ্যমে ক্লাস্টার ভিত্তিক উদ্যোক্তাদের ঋণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর পাটি শিল্প পল্লীর কারিগরদের মধ্যে এ ঋন বিতরণ করা হয়।রূপালী ব্যাংক কাউখালী শাখার ম্যানেজার কাজী সুজন এর সভাপতিত্বে ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রূপালী ব্যাংক পিএলসি মহা- ব্যবস্হাপক ও বরিশাল বিভাগীয় প্রধান মোঃ রোকনুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জোনাল অফিসার জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত।অনুষ্ঠানে রূপালী ব্যাংক কাউখালী শাখা পাটি শিল্পের উদ্যোক্তাদেরকে পূর্বের ন্যায় স্বাভাবিক ব্যবসায় ফিরে আসার ও ব্যবসা সম্প্রসারণের লক্ষে ১৭ জনকে ১৭ লক্ষ টাকা ক্লাস্টার ভিত্তিক ঋণ বিতরণ করা হয়।