মোঃ কামরুল ইসলাম বলেন ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিদর্শনে আসলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।তিনি এর আগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফুলপুরে কর্মরত ছিলেন।বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৪টার দিকে তিনি ফুলপুরে আসেন।ফুলপুরের মানুষের অগাধ ভালবাসায় সিক্ত তিনি সকলের প্রিয় সাবেক ইউএনও ফুলপুরে আসছেন শুনে ফুলপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন স্তরের শুভাকাঙ্ক্ষীরা তার সকলেই তার সাথে সাক্ষাৎ করেন।এসময় ফুলপুর উপজেলা চত্বরে ইউএনও রাশেদ ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। পরে তিনি সকলকে নিয়ে উনার স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন ও সকলের সাথে মতবিনিময় করেন।