মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহ জেলা ফুলপুর থানা এলাকায় বসবাস রত বেদে সম্প্রদায়ের জন্য উত্তরন ফাউন্ডেশনের আয়োজনে ময়মনসিংহ জেলা সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়ার দিক নির্দেশনায় ফুলপুর থানার সার্বিক ব্যবস্থাপনায় সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল ও অফিসার ইনচার্জ ফুলপুর থানার উপস্থিতিতে ২৪ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।বুধবার (১০ এপ্রিল) বিকাল ৫ টার দিকে বেদে সম্প্রদায়ের মাঝে এ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বাসমতি আতব চাউল ০১ কেজি,ডিপ্লোমা দুধ ০১ প্যাকেট, বনফুল সেমাই ০১ প্যাকেট, কুলসুন সেমাই ০১,প্যারাসুট নারকেল তৈল ১ বোতল গোসলের সাবান ০১ টি, চিনি ১/২ কেজি, মুরগী ০১ কেজি ৭০০ গ্রাম, মেহেদী ০২ প্যাকেট দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, এস আই বিল্লাল হোসেন, এস আই সবুজ মিয়া সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।