1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাস্তার দু’পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা: ফখরুল নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিদ্বেষী ও জনবিচ্ছিন্ন….. মাওলানা গাজী আতাউর রহমান আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল থেকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে….. মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান গজারিয়া আড়ালিয়ায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন আর রহমাহ ফাউন্ডেশন গজারিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী আহসান হাবিব লিংকনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মিনহাজুল হক মিন্টু ও সুমন বিশ্বাস পিরোজপুরে খনন করা হচ্ছে ভাড়ানি খাল, অবৈধ স্থাপনা উচ্ছেদ গজারিয়া বেসরকারি বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে বিএনপির চিঠি গজারিয়া স্বর্ণের দোকানে ছিনতাই দোকানিকে ছুরিকাঘাতে আহত

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত, ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পিরোজপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল এলাকা প্লাবিত।ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার উপকূলীয় এলাকার আকাশ সকাল থেকেই বেশ মেঘাচ্ছন্ন হয়ে আছে।দুপুরের দিকে ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টিপাত হচ্ছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার সন্ধ্যা,কালিগঙ্গা, বলেশ্বর, কচা নদী বেশ উত্তাল। এ সব নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে।এতে করে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল, চরাঞ্চল এবং বেরিবাধের বাইরে এলাকা।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ রবিবার রাত নাগাদ পিরোজপুর অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় রেমাল।তাই পিরোজপুরে ১০ নম্বর মহাবিদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ ছাড়া জেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং জানমাল রক্ষার জন্য ২৯৫ টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মাট ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছ।এসব আশ্রয়ন কেন্দ্রে মানুষ আশ্রয় নেয়ার জন্য আসা শুরু করেছেন।যেখানে ৩ লক্ষাধিক মানুষ আশ্রয় নিতে পারবে।এছাড়া জেলা প্রশাসনের কাছে ৬ লক্ষ ১০ হাজার টাকা, ৬১১ টন চাল, ১ হাজার ৩৫০ প্যাকট শুকনা খাবার এবং ৯৭ ব্যান্ডিল টিন মজুদ রয়েছে।আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দেয়ার জন্য ৬৫ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।ঘূর্ণিঝড়ের বিষয়ে সার্বিক যোগাযোগের জন্য ৮ টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় কাউখালীতে ৪৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড়টি রোববার সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের খয়ক্ষতি ও জানমাল রক্ষার জন্য সবাই যেন আশ্রয়কেন্দ্রে যায় সে লক্ষ্যে উপজেলা বিভিন্ন এলাকায় মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓