1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

উজিরপুরে চেয়ারম্যান প্রার্থী বাচ্চুর মোটরসাইকেল মার্কার উঠান বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার বাচ্চুর মোটরসাইকেল মার্কায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২ জুন) বিকেল পাঁচ টায় উজিরপুর মহিলা কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তাপস কুমার রায় এর সভাপতিত্বে, সাবেক কাউন্সিলর মোঃ বাবুল সিকদারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু।আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, আওয়ামীলীগের সিনিয়র সদস্য ও উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট সালাউদ্দিন আহমেদ সিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন,শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আব্দুর রহিম মাস্টার, ওটরা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেকের রাঢ়ী,বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মোঃশহিদুল ইসলাম মৃধা, পনির খান, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, খাইরুল বাসার লিটন,ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলার সভাপতি ফাইজুল হক বালি ফারাহীন, ইদ্রিস হাওলাদার, উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর খবির হাওলাদার ,উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর অসীম কুমার ঘরামী সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার কর্মী সমর্থক মিছিল নিয়ে সভাস্থলটিকে জনসমুদ্রে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓