পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় শহরের কাচাবাজার এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে লে: কর্নেল আরিফুজ্জামান ব্যবসায়ীদের সাথে এ মতবিনিময় করেন। এ সময় তিনি জানান জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে জেলা বাজার কর্মকর্তা বিভিন্ন জেলার বাজার দর বিশ্লেষন করে দাম নির্ধারন করবেন।পরে তিনি তা তালিকা করে টাঙ্গিয়ে দিবেন যাতে সাধারন ক্রেতারা তা দেখতে পারে।এ সময় ব্যবসায়ীরা বাজারের মালামাল পরিবহনের গাড়িগুলো যাতে নির্বিঘ্নে চলতে পারে সে বিষয়টির প্রতি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষন করেন।এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।এ সময় তারা মন্দিরের পুরোহিতদের পাশে থাকার ব্যাপারে অঙ্গিকার করেন।