1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, বিএনপি নেতাদের ক্ষোভ কাউখালীর দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও ছবক বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় দেশীয় মাছ রক্ষার্থে বিশেষ অভিযান গজারিয়া মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ ‎পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন গলাচিপার কৃতি সন্তান এড.মশিউর রহমান রিয়াদ

  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃতি সন্তান এড. মো. মশিউর রহমান রিয়াদ সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।গত বুধবার (২৮ আগস্ট) সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয় পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দ্যা বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হইল।এদিকে এড. মো.মশিউর রহমান রিয়াদ সহকারী অ্যাটর্নি জেনারেল হওয়ার সংবাদে স্থানীয়দের মধ্যে বইছে উৎসবের আমেজ। পাশাপাশি  সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকেও জানানো হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন।এড.মো.মশিউর রহমান রিয়াদ,গলাচিপা উপজেলা বিএনপির উপদেষ্টা সিনিয়র আইনজীবী মোঃ মিজানুর রহমান মজনু ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা ফেরদৌসী বেগম এর সন্তান। রিয়াদ গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় হইতে এসএসসি, তেজগাঁও কলেজ হইতে এইচএসসি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে এলএলবি অনার্স সম্পন্ন করে ২০০৯ সনে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হয়ে ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। ২০১৭ সনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হয়। তারপর থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করে আসছেন।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ছিলেন এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার বরিশাল বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গলাচিপা উপজেলা বিএনপি’র সদস্য।স্থানীয়রা বলছেন,অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের এলাকার সন্তান যে দায়িত্ব পেয়েছেন তা সম্পূর্ণ নিরপেক্ষতার সহিত পালন করবে বলে আমরা আশাবাদী। এ সময় তারা ভবিষ্যৎ কর্মজীবনেও তাঁর সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓