কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পরে চলমান পরিস্থিতি স্থিতিশীল রাখতে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে এতদিন মত প্রকাশে বাধা দিয়ে রেখে ছিল। অনেক সাংবাদিক হত্যার বিচার হয়নি। আজ সাংবাদিকরা ও গণমাধ্যম মুক্ত স্বাধীন। ছাত্রজনতার গণ-অভ্যর্থনার মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালানোর মাধ্যমে সংবাদকর্মীরা স্বাধীন হলো। দল মত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিএনপি দখলদারি, চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাসী নয়। যারা বিএনপির নামে এসব করতে আসবে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়ার অনুরোধ জানাচ্ছি। মতনিবিনময় সভায় কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, অন্যতম সদস্য শাফিউল আজম দুলাল, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন অলি, বাহাউদ্দীন পলিন, লিয়াকত আলী তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, ছাত্র দলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিকীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি রতন কুমার দাস, শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ,সাংবাদিক নজরুল ইসলাম সবুজ, সানমুন রেজাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।