কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে এলাকার হতদরিদ্রদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন।ঢাকার পঙ্গু হাসপাতালে অধ্যাপক ডা. রফিকুল কবির লাভলুর সার্বিক তত্বাবধানে দুই জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জলিল আহম্মেদ, কাউখালী বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপির সদস্য শাহ ইমরান ফারুক, মঞ্জরুল কবির পেয়ারু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্র দলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী প্রমুখ।ফ্রি মেডিকেল টিমের প্রধান ডা. রফিকুল কবির লাভলু বলেন, এলাকায়র হতদরিদ্রদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে কাউখালী উপজেলা বিএনপির সাথে আলোচনা করে আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ উপকৃত হয়েছে। আমাদের এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।