রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠির নলছিটিতে সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে “৭ই নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, সরকারি নলছিটি ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ।আরো উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, পৌর ছাত্রদের আহ্বায়ক রনি তালুকদার, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ন আহবায়ক ফয়সাল, রুবেল, রাকিব, শিপন, আরো উপস্থিত ছিলেন, সরকারি নলছিটি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী, সদস্য সচিব হিমেল, রাকিব আহমেদ, স্বাধীন প্রমুখ।এ সময় নলছিটি পৌর ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ বক্তব্যে বলেন, এই দিনটি আমাদের সংগ্রাম ও বিজয়ের স্মারক, যা আমাদের ঐক্য এবং দেশপ্রেমের শক্তিকে আরও দৃঢ় করবে।এবং ধন্যবাদ জানান, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দকে সৃষ্টিশীল প্রোগ্রাম আয়োজন করার জন্য।