ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতাঃ
”পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিডি ক্লিন টিমের তারুণ্যের অংশগ্রহণে উপজেলার শুক্রবার সকাল ৯টায় খালগোড়া জাহাগিরিয়া মাদ্রাসায় পরিষ্কার -পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।পরিছন্ন অভিযান করেন রাঙ্গাবালী বিডি ক্লিন শপথ শেষে অত্র প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করেন।বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক ইউসুফ আলী সিরাজুলের নেতৃত্ব পরিচ্ছন্ন অভিযান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহ সমন্বয়ক মো.নাইম মাহমুদ, সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া মো.আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন তানজিম হাসান, মো. ইমন, মো. মিশকাত হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।পরিচ্ছন্ন প্রতিষ্ঠান ঘোষণা করে বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক ইউসুফ আলী সিরাজুল বলেন,’শুধু মাত্র নাগরিক সচেতনতা পরিবেশ দূষণ ও জীবাণুমুক্ত বাংলাদেশ গঠন করতে।