কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকালে ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এ সময় সাথে ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি। পতাকা উত্তোলন ও সালাম গ্রহণের পর সম্মিলিত কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। সম্মিলিত কুজকাওয়াজে অংশ গ্রহণ করেন পুলিশ, আনসার- ভিডিপি ও ফায়ার সার্ভিস। ফুলপুর খেলার মাঠের উক্ত অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।
এসময উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তারেক আহম্মেদ,উপজেলা সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান, পল্লী উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, বিএনপি নেতা ওয়াজেদুল ইসলাম, জুয়েল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক।এরপর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে ভিতরে প্রবেশ করে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।