নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নেছারাবাদে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।ইংরেজি বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইটে পটকা, আতশ বাজিসহ উচ্চ মিউজিক বাজিয়ে ডিজেপার্টি করা, ফানুস ওড়ানা যাবেনা। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে বিশেষ আইন শৃঙ্খলা সভায় “থার্টি ফার্স্ট নাইট” উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।সভায় জানানা হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে নেছারাবাদ উপজেলার দায়িত্বরত বাংলাদশ সেনাবাহিনী টিম এবং নেছারাবাদ থানা পুলিশ যথাযথ ব্যাবস্হা গ্রহণ করবে।থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নেছারাবাদ উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্হা জোরদারপর কথা বলেছেন সভায় উপস্থিত সেনাবাহিনীর মেজর মোঃ আশরাফুল ইসলাম। গভীর রাতঅব্দি ও কেউ উচ্চতর ডিজেপার্টি ও গাড়ির হর্ন বাজালে ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে প্রেয়াজনে মহাসড়কে চপকপেস্ট বসানা হবে বলপও জানানো হয়। তবে নিয়ম শৃঙ্খলার সাথে থার্টি ফাস্ট নাইট উদযাপন করা যাবে। এ ব্যাপারে উপজপলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্হা করা হবে বলে সভায় জানানো হয়েছে। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সবাই উপস্থিত ছিলেন উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মেঃ আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রায়হান মাহমুদ, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, স্বরপকাঠি পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, স্বরুপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব মো. কাজী কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ প্রমুখ।