কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদমিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী, কাউখালী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব শোভন মীর প্রমুখ। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা, ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।