নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়তে পরিত্যক্ত অবস্থায় ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।উপজেলার দীঘিরপাড় বাজারস্থ কাঠপট্টির মজিবুর সরদারের কাঠের গোডাউন ও মহসিন কাজীর দোকানের মাঝখানে পরিত্যক্ত অবস্থায় ওই পিস্তল ও গুলি উদ্ধার হয়।টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিদুল ইসলাম জানান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।