1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের রমরমা মহা উৎসব রাজনীতিতে যার নাম বার বার উঠে আসে …… কে সেই ব্যাক্তি পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড পিরোজপুরে ওয়াল্ড ভিশনের উদ্যোগে স্থানীয় শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত গজারিয়া তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: গ্রামবাসীর ধাওয়া, ২ লাখ টাকা জরিমানা নেছারাবাদে ইয়াবা সেবন: কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের এক মাসের কারাদণ্ড ঝালকাঠিতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার গজারিয়া শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান প্রতিপক্ষের গুলিতে নিহত গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

ভেড়ামারায় উপজেলা বিএনপির পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

নববর্ষ মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, আর বাঙালির চিরাচরিত ঐতিহ্যের এক উজ্জ্বল উৎসব। আজ পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে ভেড়ামারা উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন দলটির নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সকালের নরম রোদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলা শাখার সকল স্তরের নেতাকর্মী একত্রিত হয় সেই সাথে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গ্রামবাসী, এলাকাবাসীসহ সবাই মিলিত হন উপজেলা প্রাঙ্গণে।র‍্যালিতে গ্রামবাংলার হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি আর ঐতিহ্যকে জীবন্ত করে তোলার লক্ষ্যে ছিলো এক মনোমুগ্ধ আয়োজন। বিশেষ আকর্ষণ ছিলো — গরুর গাড়ি আর মহিষের গাড়ি সেই সাথে ছিল গ্রাম বাংলার ঐতিহ লাঠি খেলা। কোলাহলমুখর গ্রাম্য পরিবেশে যেন এক টুকরো পুরনো দিনের বাংলাদেশ ফিরে এসেছিল এই র‍্যালিতে। বিএনপি নেতাকর্মীদের মধ্য ঐতিহ্যবাহী পাঞ্জাবি, ফতুয়া পরিধান করে র‌্যালিতে অংশ নেয়। হাতে হাতে ছিল বৈশাখী ব্যানার, কাগজের ফুল, মুখোশ আর শোভাযাত্রার গান। র‍্যালিটি ভেড়ামারা দলীয় কার্যালয় অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা প্রাঙ্গণ অবস্থান করে। এবং সেখানে লাঠি খেলায় মেতে উঠে স্থানীয় লোকজন। পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষজনও এই উৎসবের আনন্দে গলা মিলিয়ে শুভ নববর্ষের শুভেচ্ছা জানায়। এই নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল লাঠি খেলা সেই সাথে ছিল গরুর গাড়ি আর মহিষের গাড়ির চলাচলে শিশুরা যেমন উচ্ছ্বসিত ছিল, তেমনি বিএনপি নেতা কর্মীদের মধ্যে চোখে ছিল এক টুকরো পুরনো দিনের স্মৃতির খেলা।এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা উপজেলা শাখা সকল নেতাকর্মীর কেবল নতুন বছরের আনন্দই ভাগাভাগি করেনি, বরং গ্রামের ঐতিহ্য আর শিকড়ের সঙ্গে নিজেকে আরও একবার গভীরভাবে যুক্ত করার সুযোগ পেয়েছে।পহেলা বৈশাখের এই রঙিন র‍্যালি সবাইকে মনে করিয়ে দিয়েছে — বাঙালির সংস্কৃতি শুধুই শহরের দেয়ালে বন্দি নয়, গ্রাম বাংলার মাটিতেই এর আসল প্রাণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓