1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম গোরস্থান জামে মসজিদে জরুরী ভিত্তিতে একজন ইমাম নিয়োগ দেয়া হবে কাউখালীতে কায়েদ ছাহেব হুজুরের ১৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পিরোজপুরে রিক আয়োজিত জেন্ডার ইস্যুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে এক লাখ চিংড়ির রেণু পোনা জব্দ মুন্সীগঞ্জ উত্তর ইসলামপুর মধ্যেপাড়া ঐক্য সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে স্ত্রীকে খুন করে তিন সন্তান উধাওয়ের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাওঁ গ্রামে স্ত্রীকে খুণ করে তিন সন্তান নিয়ে উধাও হওয়ার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তাকে বুধবার ( ১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মাদারীপুর জেলার সদর থানার ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে হতে গ্রেফতার করে র‌্যাব-১১। তাকে আগামীকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে টঙ্গিবাড়ী থানা পুলিশ সুত্রে জানাগেছে। এর আগে গত ৬ এপ্রিল টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার হানিফ মাল (৩৮) এর বসত বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ৭ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করে।র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গত ২ এপ্রিল হতে নিহতের স্বামী ঘাতক রুবেল লস্কর (৪৫) তার স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হানিফ মাল (৩৮) এর বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। পারিবারিক বিষয় নিয়ে রুবেল লস্করের সাথে তার স্ত্রী মাহমুদা বেগম (৩৮) এর সাথে ঝগড়া-বিবাদ হয়। ৬ এপ্রিল সকাল ১০ টার দিকে ঘাতক রুবেল তার স্ত্রী মাহমুদাকে খুণ করে দুপুর সাড়ে ১২টার দিকে ভাড়া রুমের দরজার বাহির হতে ছিটকিনি লাগিয়ে সন্তানদের নিয়ে উধাও হয়ে যায়। পরে আশপাশের লোকজনদের সন্দেহ হলে বিষয়টি বাড়ির মালিকসহ স্থাণীয়রা রুমের ছিটকিনি খুলে ভিতরে খাটের উপর মাহমুদা বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়।উক্ত ঘটনায় নিহতের বাবা কারী গাউছ ঘরামী বাদী হয়ে রুবেল লস্করকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব তাকে গ্রেফতার করে। ঘাতক রুবেল লস্কর (৪৫) মাদারীপুর জেলার লাজৈর থানার মহিষমারি এলাকার ফজল লস্কর এর ছেলে।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, আসামী মাদারীপুরে গ্রেফতার হয়েছে। তাকে টঙ্গিবাড়ী থানায় আনা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন নিহতে গলায় আঘাতের চিন্থ রয়েছে ধারণা করা হচ্ছে তাকে গলায় ফাস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓