মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:
ফুলপুরের বওলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান সোহান বেকারীর মালিক জাহাঙ্গীর আলম কে ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বাজারের দুই ব্যবসায়ী রহমত আলীকে ১০ হাজার এবং আনারুলকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সোমবার বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। এ সময় সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন।