1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার  নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান

ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:
 

ময়মনসিংহের ফুলপুরে নানা  আয়োজন এর মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে ময়মনসিংহ জেলা বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন, ফুলপুর উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল, ফুলপুর রিকশা শ্রমিক সমাজ কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা মিশুক, বেবি ট্যাক্সি, মাইক্রো ও প্রাইভেট কার এবং সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক,ফুলপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, ফুলপুর দোকান কর্মচারী ইউনিয়ন ও ফুলপুর উপজেলা থ্রী হুইলার মটর শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল সহকারে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমবেত হয়। পরে ফুলপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুর সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি, উপজেলা শ্রমিকদল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রম নীতি ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন। এছাড়া বন্ধ কল কারখানা চালুকরণ, ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন, গার্মেন্টস শ্রমিকদের মাসিক বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা নির্ধারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধকরণ, শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানি বন্ধ করা, শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করাসহ সরকারের নিকট তারা বিভিন্ন দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓