নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা সম্ভাবনাময় এখন তরুন এর মৃত্যুতে শোকে স্তব্দ গুয়াগাছিয়া ইউনিয়ন। নিহত ঐ তরুনের নাম মো:নাহিদ হাসান(১৭),সে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো:জসিম উদ্দিন এর এক মাত্র ছেলে ও ঢাকা আদমজী ক্যান্টেনম্যান্ট স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ইং সালের এসএসসি পরীক্ষা দিচ্ছিল।স্টোক করলে ঢাকা সিএমএস হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু বরন করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।জানা যায়, হঠাৎ এই মৃত্যু’র সংবাদে গোটা এলাকা শোকস্তব্ধ, একজন সম্ভাবনাময়,হাসিখুশি তরুণের এভাবে চলে যাওয়া হাজার হাজার মানুষের হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।কিছুদিন আগে এক সন্তান’কে নিয়ে প্রচন্ড মানসিক যন্ত্রণায় জীবন যাপন করছিলেন জসিম উদ্দিন,স্ত্রী অসুস্থতায় হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। আজ এক মাত্র ছেলেকে হারিয়ে পাগল তাঁরা।ঢাকা ক্যান্টেনমেন্টে প্রথম জানাজা ও রাতে গুয়াগাছিয়া গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়।