1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চাকরি ফিরে পাচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টার ভিডিও ভাইরালের ঘটনার ৫ ডাকাত গ্রেপ্তার পিরোজপুরে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈচিত্র্যময় অনুষ্ঠান অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা কাউখালীতে নকলের দায়ে এসএসসির দুই পরীক্ষার্থী বহিষ্কার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর উদ্দ্যোগে গাজীপুর আদালতে কর্মবিরতি বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর উদ্দ্যোগে গাজীপুর আদালতে কর্মবিরতি বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পিরোজপুরের কর্মবিরতি গজারিয়া দিন দুপুরে চুরি,জমি বিক্রির টাকা হারিয়ে দিশেহারা হত দরিদ্র একটা পরিবার গলাচিপার ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টার ভিডিও ভাইরালের ঘটনার ৫ ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা বন্ধ করে ডাকাতির চেষ্টার ঘটনায় ২৪ঘন্টার মধ্যে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে মুন্সিগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই অভিযান শুরু করে জেলা পুলিশ। পরে রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে। অপর দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।তিনি আরো জানান, মোট ছয়জনের সঙ্গবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃত পাঁচজনই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পলাতক আরেকজনকে গ্রেপ্তারের তৎপরতা চলছে। প্রসঙ্গত, সোমবার রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোহাম্মদ রবিউল আলম অসুস্থ প্রতিবেশীকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় রওনা দেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসের শ্রীনগরের ছন্দারি মোড়ে চাপ থাকায় বাম পাশের দিয়ে নেমে চলতে থাকেন।সে সময় ষোলঘর এলাকায় কিছু ছনের আটি দিয়ে তৈরি করা একটি বেরিকেড দেখতে পান।২টার মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টা করে সঙ্ঘবদ্ধ ডাকাত দলেন সদস্যর। এ ঘটনা ধরা পড়ে ড্যাশক্যামে। চালকের কৌশলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা। পরে ডাকাতি চেষ্টার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে আলোচনায় তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓