মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে ৫২ নং মধ্য মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পানির পট বিতরণ করা হয়েছে৷সোমবার (১৯ মে) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম৷ এসময় সমাজ সেবক নাসির উদ্দিন মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শফিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, কোডেকের পাথরঘাটা এলাকা ব্যাবস্থাপক মোঃ নজরুল ইসলাম, এরিয়া অফিসার (এনরিচ প্রকল্প) প্রশান্ত চক্রবর্তী, কোডেক মঠবাড়িয়া শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যাবস্থাপক মোঃ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম প্রমুখ৷