1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২১ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ইমামদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত ইন্দুরকানি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গজারিয়া তিতাসের অভিযানে রেস্টুরেন্টকে লক্ষ টাকা জরিমানা ঝালকাঠিতে জমিজমা বিরোধে হত্যাকান্ড ভেড়ামারায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার মুন্সিগঞ্জ মিরকাদিমে স্বামীর হাতে স্ত্রী খুন ঘাতক সুমন থানায় গিয়ে আত্মসমর্পণ ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত দশ বোতল মাদকসহ আটক ২ সম্মেলনের প্যান্ডেল তৈরি সময় গাছ থেকে পড়ে সাংগঠনিক সম্পাদক নজির আহত মুন্সিগঞ্জ রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ

ঝালকাঠিতে জমিজমা বিরোধে হত্যাকান্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠিঃ

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের বলি হতে হলো সমির মল্লিক (৪৫) নামে এক ব্যাক্তি। মঙ্গলবার দুপুরে কৃষ্ণকাঠি এলাকায় এঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই বাবুল মল্লিকের হামলায় সমিরের মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনদের অভিযোগ।এলাকাবাসী জানায়, ‘নিহত সমির মল্লিক কৃষ্ণকাঠী এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমজেদ মল্লিক। পেশায় তিনি একজন সার্ভেয়ার। পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই হামলার ঘটনা।’হামলার পরপরই ‎সমির মল্লিককে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম জানান, ‘দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের সাথে জমিয়ে নিয়ে বিরোধ ছিলো। এরই জের ধরে চাচাতো ভাই বাবুল মল্লিক জমি দখল করে সেখানে বেড়া দেয়। সেই খবর শুনে কর্মস্থল থেকে সমির মল্লিক এসে বেড়া খুলতে যায়। তখন বাবুল মল্লিক পিছন থেকে এসে লোহার শাবল/দন্ড দিয়ে মাথায় আঘাত করে। সমির মল্লিক মাটিতে লুটিয়ে পরে।পুরো ঘটনাটি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গনমাধ্যমকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই সমিরের মৃত্যুহয়। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।স্থানীয়রা জানান, ‘২০২৪ সালের ১৫ জানুয়ারী রাতে সমিরের বড় ভাই রিপন মল্লিক খুন হয়েছিলো। সেই ঘটনায় একই এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓