মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত ১০ বোতল মদসহ শাহ আলম (৩০) ও আবুল কালাম (৩৬) নামে দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ মে) রাত ১১টার দিকে ফুলপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।ফুলপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আব্দুল হাদির দিকনির্দেশনায় রাতে এস আই শামীম, এএসআই টিটু,এএস আই সুমন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় তাদের সন্দেহ হয় এবং তাদের সাথে থাকা একটি হ্যান্ড ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।আটক আসামি শাহ আলম ও আবুল কালাম উভয়ই হালুয়াঘাট উপজেলার গাবরাখালী গ্রামের নও বাহারের পুত্র।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নামে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।