পিরোজপুর প্রতিনিধি:
“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। একইসাথে উদ্বোধন হয়েছে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও সেমিনার।বুধবার (২১মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন. পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো: ইদ্রিস আলী আযিযী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনার ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক জ্ঞান এবং বিশ্লেষণী ক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা।মেলায় জেলার ৩৩ টি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে।