কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২২ মে) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে অভিভাবক ও এলাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় মানববন্ধন বক্তব্য রাখেন এলাকার মোশাররফ মোল্লা, জিয়াউল হক মাঝি, মোঃ আমিনুল হক মীর, এমদাদ হাওলাদার, এমিলি বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ঐতিহ্যবাহী উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা আক্তার ইউএনও অনুমতি ছাড়া তার পছন্দের আওয়ামী দোসর ফ্যাসিস্ট এবিএম ফকরুজ্জামানকে এডহক কমিটির সভাপতি পদে অনুমোদনের জন্য বোর্ডে পাঠান। বোর্ড সেই এডহক কমিটি অনুমোদন দেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের এই পকেট এডহক কমিটি বাতিল করে এলাকাবাসীর মতামতের ভিত্তিতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে সভাপতি হিসেবে অনুমোদন দেয়ার দাবি জানান। তারা আরও বলেন, এলাকার শান্তি এবং স্কুলের সুশৃঙ্খল পরিবেশ রক্ষার্থে অবৈধ এডহক কমিটি বাতিলের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন। এ অবৈধ এডহক কমিটি বাতিল না করলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি নিয়ে এলাকাবাসী রাস্তায় নামতে বাধ্য হবেন। এবিষয়ে উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা আক্তার বলেন, এডহক কমিটি গঠনের পরিপত্র অনুযায়ী স্কুলের শিক্ষকদের সিদ্ধান্তক্রমে সভাপতি পদের জন্য তিন জনের নাম দিয়ে ডিসি স্যারের নিকট পাঠানো হয়। ডিসি স্যার ওই তালিকা থেকে সভাপতি পদে এক জনকে অনুমোদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রেরন করেন। বোর্ড ওই তালিকা থেকে গত ১৮ মে এবিএম ফকরুজ্জামানকে ছয় মাসের জন্য এডহক কমিটির সভাপতি পদে অনুমোদন দেন।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, এডহক কমিটির সভাপতি পদের জন্য প্রধান শিক্ষক আমার কোন সুপারিশ বা স্বাক্ষর নেননি। শুনেছি বোর্ড থেকে ওই স্কুলে এডহক কমিটির সভাপতি পদে এক জনকে অনুমোদন দিয়েছেন। সেই এডহক কমিটি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই বিষয়ে আমি এখনো অবগত নয় এবং এলাকাবাসীরও কোনো অভিযোগ আমি পাইনি। যদি এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসে তাহলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।