নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড বলেছেন, ২০২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মূখে পালিয়ে যায়। কিভাবে ৮ দফা, সরকারি চাকুরীতে কোটা, বৈষম্য বিরোধী আন্দোলন এক দফায় এসেছে। বৈষম্য ছাত্রীদের অরাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে যখন আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও ছাত্রদের উপর নির্যাতন শুরু করে এবং তার দায়ভার বিএনপির উপর চাপিয়ে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করে কারাগারে পাঠাই। তখন সাধারণ জনগণ, বিএনপির নেতা কর্মীসহ বৈষম্য বিরোধী ছাত্ররা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের দাবীতে এক দফা আন্দোলন বাস্তবায় করে। শুক্রবার (২৩ মে) সকাল ১১ টায় ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ভেড়ামারা পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, বিগত সময়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাামে যারা মাঠে ময়দানে কাজ করার অপরাধে জেল যুলুমের শিকার হয়েছেন, যাদের উপর অত্যাচারের ষ্টিম রোলার চালিয়ে সীমাহীন নির্যাতন করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। শুধু মাত্র সেই ত্যাগী নেতা-কর্মীরাই বিএনপির কমিটিতে স্থান পাবে। কারো কোন অসর্তকতায় কোন আওয়ামী লীগের দোসর যদি কমিটিতে স্থান পায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।সম্মেলনের উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহম্মেদ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী। বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) ও সদস্য- বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া-১ (দৌলতপুর) ও সদস্য- বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ।শফিকুল ইসলাম ডাবলু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম উদ্দিন, ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম, রেল বজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম,ভেড়ামারা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, এস এস আল হুসাইন সোহাগ, পৌর শাখার যুগ্ম আহবায়ক রাব্বি শেখ সহ পৌর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী।সম্মেলন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম ও সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলামকে নিয়ে ভেড়ামারা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়।