মোঃ সাঈদ হোসেন লালমনিরহাট প্রতিনিধি :
একের রক্ত অন্যের জীবন, চলছে সেবা চলবে স্বেচ্ছাসেবী লড়বে এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করেন মানব কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (২ জুন) পাটগ্রামে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন স্কুল,কলেজ,মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,সহ মানবকল্যান স্বেচ্ছাসেবীর উপদেষ্টা সভাপতি প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ও মানবকল্যান স্বেচ্ছাসেবীর সদস্যবৃন্দ।এসময় বক্তব্যে প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ফেরদৌস আলম বলেন এই সংগঠনটি সামাজিক উন্নয়ন মুলক কাজেই নিযুক্ত থাকবে, এছাড়াও ফ্রি রক্তদান, ব্লাড ক্যাম্পিং, বৃক্ষরোপণ ও অসহায় দরিদ্র মানুষদের আর্থিক সহযোগিতা করে যাবেন। তিনি আরো জানান ভবিষৎতে আরো এরকম উন্নয়ন মুলক কাজ করে যাবেন। এবং সমাজের সকল মানুষের প্রতি আহব্বান জানিয়ে বলেন আমাদের এরকম নিঃস্বার্থ মুলক কাজে সবার সহযোগিতা কাম্য।